নগরীতে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল পরিচিত সম্পন্ন
রাজশাহী এডভোকেট’স বার এসোসিয়েশন নির্বাচন-২০২২ এ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত ৯টায় নানকিং দরবার হলে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
এ সময় রাজশাহী বার এসোসিয়েশনে নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান সিটি মেয়র।
উল্লেখ্য, রাজশাহী এডভোকেট’স বার এসোসিয়েশন নির্বাচন-২০২২ এ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত সভাপতি প্রার্থী এ্যাড. মোঃ ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক প্রার্থী এ্যাড. একরামুল হক।
পরিচিত সভায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার সহ আইনজীবী বৃন্দ উপস্থিত ছিলেন।
আরপি/এসআর-১৩
আপনার মূল্যবান মতামত দিন: