বাঘায় গণিত অলিস্পিয়াড কৌশল প্রয়োগ করে প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীর বাঘায় সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের গণিত অলিস্পিয়াড কৌশল প্রয়োগ করে প্রথম ব্যাচের বিষয় ভিত্তিক (গণিত) প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা রিসোর্স সেন্টারের আয়োজনে রিসোর্স সেন্টারের প্রশিক্ষণ রুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সষ্ট্রাটর আনারুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মামুনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আনজারুল ইসলাম।
এসময় প্রশিক্ষক জার্জিস হোসেনসহ প্রশিক্ষণের প্রথম ব্যাচে অংশগ্রহনকারী উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষক উপস্থিত ছিলেন। ধারাবাহিকভাবে তিন ব্যাচে মোট ৯০ জন শিক্ষক অংশগ্রহন করবেন।
আরপি/এসআর-০৮
আপনার মূল্যবান মতামত দিন: