রাজশাহীতে তাস ও নগদ অর্থসহ ৯ জুয়াড়ি আটক
রাজশাহীতে জুয়ার আসর থেকে তাস ও নগদ অর্থসহ ৯ জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (১৩ ফেব্রুয়ারি) রাতে নগরীর শাহমখদুম থানা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সোমবার দুপুরে আরএমপি মূখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রোববার দিবাগত রাত পৌনে ১২টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে একটি টিম শাহমখদুম থানা মোড় এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে জুয়া খেলা অবস্থায় ৯ জনকে আটক করা হয়। এ সময় আসামীদের কাছ থেকে তাস ও নগদ অর্থ উদ্ধার করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
আরপি/এসআর-১২
আপনার মূল্যবান মতামত দিন: