রাজশাহী বুধবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৫, ৭ই ফাল্গুন ১৪৩১

বাঘায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু


প্রকাশিত:
৯ ফেব্রুয়ারি ২০২২ ০৪:২৯

আপডেট:
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:১৮

ফাইল ছবি

রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় নাদির উদ্দিন (৬০) নামে এক মোটরসাইকেল আরোহী বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) দুপুর দেড় টার দিকে উপজেলার আড়ানী বাঘা সড়কের তেপুকুরিয়া এলাকায় ট্রাক দেখে মোটর সাইকেল নিয়ন্ত্রণ করতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন তিনি।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। নাদির উদ্দিন উপজেলার তেপুকুরিয়া দক্ষিনপাড়া গ্রামের মৃত বয়েজ উদ্দিনের ছেলে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, নাদির উদ্দিন উপজেলা সদরে যাওয়ার জন্য তেপুকুরিয়া দক্ষিণপাড়া নিজ গ্রাম থেকে আড়ানী-বাঘা সড়কের তেপুকুরিয়া-আড়পাড়া মোড়ে পৌছালে সামনে একটি ট্রাক দেখে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপরে পড়ে নিজেই গুরুত্বর আহত হন। এতে তাঁর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভ্যানযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ইমন আলী তাঁকে মৃত ঘোষণা করেন ।

বাঘা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন সড়ক দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করেন।

 

 

 

আরপি/এসআর-০৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top