রাজশাহী শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১

পরিবহন ধর্মঘটে রাজশাহীতে দুর্ভোগ চরমে


প্রকাশিত:
২০ নভেম্বর ২০১৯ ২২:৫৮

আপডেট:
২১ নভেম্বর ২০১৯ ০০:২৬

ছবি: সংগৃহীত

রাজশাহী থেকে সব রুটে ফের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন মোটর শ্রমিকরা। বাসের সঙ্গে বুধবার সকাল থেকে ট্রাক ও লরি চলাচলও বন্ধ হয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন মানুষ।


পূর্বঘোষণা ছাড়াই যানবাহন চলাচল বন্ধ হওয়ায় পথে নেমে যানবাহন না পেয়ে মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়।

গত রোববার থেকেই যানবাহন চলাচল আংশিকভাবে বন্ধ করা হলেও রাজশাহী থেকে কয়েকটি স্বল্পরুটের যান চলাচল করছিল। সোমবারও ছিল একই পরিস্থিতি। মঙ্গলবার সকাল থেকে কিছু সময়ের জন্য রাজশাহী থেকে কয়েকটি রুটের বাস চলাচল করলেও দিনের শেষে সব রুটে আবারও তা বন্ধ করা হয়।

এদিকে বুধবার সকাল থেকে রাজশাহীর সঙ্গে ঢাকাসহ সব রুটের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বাস ছাড়াও ট্রাক, লরি ও ছোট যানবাহনও বন্ধ আছে।

এদিকে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাতাব হোসেন জানান, চালক-শ্রমিকরা নতুন আইনের শাস্তির ভয়ে সড়কে যানবাহন নিয়ে নামতে চাচ্ছে না। ফলে তারা নিজেরাই যানবাহন চলাচল বন্ধ রেখেছে।

রাজশাহী ট্রাক শ্রমিকদের নেতা আক্কাস আলী জানান, সাজার খড়গ মাথায় নিয়ে চালক ও শ্রমিকরা যানবাহন নিয়ে সড়কে নামতে ভয় পাচ্ছে। এ কারণেই তারা নতুন সড়ক আইন বাতিলের দাবি করছে। এর সুরাহা না হলে এভাবেই যানবাহন চলাচল বিঘ্নিত হবে বলেও জানান তিনি।

 

আরপি/ এএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top