রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহীতে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার হয়েছে। রোববার সকাল আনুমানিক ৮ টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত এসএসসি পরীক্ষার্থী রুকাইয়া ইসলাম মেঘলা ঐ এলাকার আব্দুর রউফ রতনের মেয়ে। স্থানীয় বিড়ালদহ বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন রুকাইয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বাভাবিকভাবেই শনিবার রাতে ঘুমাতে যায় রুকাইয়া। রোববার সকালে পরিবারের লোকজন ডাকতে গিয়ে সাড়া না পেয়ে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পায়। তবে কি কারণে আত্মহত্যা করেছে সে বিষয়ে কেউ কিছু জানে না।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুঠিয়া থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, ঘটনা জানতে পেরে পুলিশ ছাত্রীর মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে। তবে কেন আত্মহত্যা করতে পারে সে বিষয়ে এখনও কিছু বলা যাচ্ছে না।
তিনি আরও বলেন, পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
আরপি/এসআর-০৭
বিষয়: ঝুলন্ত মরদেহ রাজশাহী
আপনার মূল্যবান মতামত দিন: