রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১

নগরীতে ৮৫ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক


প্রকাশিত:
৩১ জানুয়ারী ২০২২ ০২:২১

আপডেট:
৩১ জানুয়ারী ২০২২ ০২:৩৯

ছবি: আটককৃত আসামী

রাজশাহী নগরীতে ৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। এসময় ফেন্সিডিল বিক্রির ৩ হাজার টাকা ও একটি মোটরসাইকেলসহ এক যুবককে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) চন্দ্রিমা থানা পুলিশ।

আটককৃত সুমন ইসলাম বদি (২৫) নগরীর বালিয়াপুকুর এলাকার নুরুল ইসলামের ছেলে। সে চন্দ্রিমা থানার চকপাড়ার বাসিন্দা। রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব বলেন আরএমপি মূখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস।

ঘটনা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর পৌনে ৩ টার দিকে নগরীর চকপাড়া এলাকায় চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ এমরান হোসেনের নেতৃত্বে একটি টিম মাদকবিরোধী অভিযান চালায়। এসময় চকপাড়া এলাকায় সুমন ইসলাম বদির বাসায় অভিযান চালিয়ে ৮৫ বোতল ফেন্সিডিলসহ বদিকে আটক করা হয়। একই সাথে ফেন্সিডিল বিক্রির ৩ হাজার টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে আরএমপি। উল্লেখ্য, নগরীর বিভিন্ন থানায় আসামীর বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে।

 

 

আরপি/এসআর-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top