জমি চাষাবাদের জেরে রেলওয়ে কর্মীকে হত্যা
 
                                রাজশাহী নগরীর ভদ্রা এলাকায় এক রেলওয়ে কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর আনুমানিক ১২ টার দিকে রেলের জমিতে ধান লাগানোকে কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
নিহত রেলওয়ে কর্মীর নাম জহুরুল ইসলাম। তিনি রেলওয়ের আমনুরা স্টেশনের পোর্টার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি রেলওয়ে শ্রমিক লীগের ওপেনলাইন শাখার সহ-সভাপতি পদে দায়িত্বরত ছিলেন।
স্থানীয়রা জানান, হাজরাপুকুর এলাকার বাসিন্দা ও রেলওয়ের পোর্টার জহুরুল বাড়ির পাশের রেলের একটি জায়গায় চাষাবাদ করতেন। স্থানীয় মতিয়ারের ছেলে সজীবও রেলে কর্মরত। সজীব এবং জহুরুল একত্রে ওই জমি চাষাবাদ করতেন। এরই জের ধরে সেই জায়গা নিয়ে তাদের ভিতরে কিছুদিন থেকেই দ্বন্দ্ব চলছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান হোসেন বলেন, জমি চাষাবাদকে কেন্দ্র করে রেলওয়ে কর্মীকে হত্যার ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত মতিয়ার নামের একজনকে আটক করা হয়েছে। বাদীর অভিযোগ সাপেক্ষে অনুসন্ধান অব্যাহত রয়েছেও জানান তিনি।
আরপি/এসআর-০৬
বিষয়: হত্যা রাজশাহী চন্দ্রিমা থানা

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: