রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

চলমান পরীক্ষা বন্ধ না করার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ


প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২২ ০৩:১৮

আপডেট:
২৩ জানুয়ারী ২০২২ ০৫:২১

ছবি: বিক্ষোভ

চলমান পরীক্ষা নেয়ার দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার সকাল সাড়ে ১০ টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কোর্সের চলমান ও সূচী প্রকাশ করেছে এমন পরীক্ষাগুলো দ্রুত নেওয়ার দাবি জানান। এ সময় বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লেকার্ড হাতে শ্লোগান দেন শিক্ষার্থীরা।

বেলা ১১ টার পর মানববন্ধনটি বিক্ষোভে রূপ নিলে তারা রাজশাহী কলেজ অভিমুখে যাত্রা করে। কলেজ প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন তারা।

শিক্ষার্থীরা বলেন, বার বার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ফলে ভবিষৎ নিয়ে সংঙ্কিত। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কোর্সের চলমান ও সূচি প্রকাশ হওয়া পরীক্ষাগুলো দ্রুত নেওয়া হোক। এর আগেও করোনার কারণের একেকটি বর্ষের শিক্ষার্থীরা তিন থেকে চার বছর পর্যন্ত সেশন জটে ছিল।

তারা আরও বলেন, আমরা পরিবারের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছি। আমরা আর চাইনা জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদেরকে এভাবে হয়রানি করুক। যেভাবে রুটিন করা হয়েছিল সেই অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে আমাদের পরীক্ষাগুলো নেওয়া হোক।

পরবর্তী কর্মসূচি হিসেবে তারা রোববার সকাল ১০ টায় নগরীর জিরো পয়েন্টে রাস্তায় প্রতিকী পরীক্ষায় দেওয়ার ঘোষণা দেন। মানববন্ধনে রাজশাহী কলেজ, নিউ গভ. ডিগ্রী কলেজ, সিটি কলেজ ছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top