মেয়র লিটনের সুস্থতা কামনায় সত্যের জয় সামাজিক সংগঠনের দোয়া মাহফিল
করোনাভাইরাস আক্রান্ত বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এঁর সুস্থতা কামনায় দোয়া-মাহফিল করেন সত্যের জয় সামাজিক সংগঠন। শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে নগরীর ফায়ার সার্ভিস মোড়ে এ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সত্যের জয় সামাজিক সংগঠনের সভাপতি মো: সালাউদ্দিন খান সোহাগ, সাধারণ সম্পাদক মো: নাইম হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক আঁখি, সংগঠনের সাধারণ সদস্য মুন্না, রিদয়, সিনথিয়া, আঁখি, শিহাব, তানভির ইমন।
আরও উপস্থিত ছিলেন সমাজ সেবক মো: টনি, রাজশাহী মহানগর তাঁতী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো: রাশিদুল হাসান রুপম, রাজশাহী মহানগর তাঁতী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো: রানা শেখ ও রাজশাহী কলেজের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম ববিন খান প্রমুখ।
আরপি/এসআর-০৩
বিষয়: মেয়র লিটন দোয়া মাহফিল
আপনার মূল্যবান মতামত দিন: