রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

বাঘার চার প্রতিবন্ধী পেল ঋণ সহায়তা


প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২২ ০৭:৫৪

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ০৭:০৪

ছবি: ঋণ সহায়তা প্রদান

রাজশাহীর বাঘায় চারজন প্রতিবন্ধীকে ঋণ সহায়তা দেয়া হয়েছে। বুধবার(১২ ডিসেম্বর) দুপুওে উপজেলা সমাজসেবা কার্যালয়ে এ ঋণ সহায়তা প্রদান করে উপজেলা সমাজসেবা অধিদপ্তর।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সমাজসেবা অধিদপ্তর প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে সরকার অনুদান/ঋণ নীতিমালা অনুযায়ী কল্যাণ তহবিল হতে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও পুর্নবাসনের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ সহায়তা প্রদানের ব্যবস্থা করেছেন। সেই ধারাবাহিকতায় উপজেলা সমাজসেবা অধিদপ্তর চারজন প্রতিবন্ধীর মাঝে ৮২ হাজার ৯৪০ টাকা ক্ষুদ্র ঋণ সহায়তা প্রদান করা হয়।

তাঁরা হলেন, উপজেলার আড়পাড়া গ্রামের হারান আলী, জোতকাদিরপুর গ্রামের রফিকুল ইসলাম , বেংগাড়ীর গ্রামের উজ্জল আলী ও ব্রামনডাঙ্গা গ্রামের রাশিদা বেগম।

ঋণ সহায়তা পেয়ে রাশিদা বেগম জানান, ঋনের টাকা দিয়ে তিনটি ছাগল ক্রয় করবো। আল্লাহ তালা রহমত করলে এ থেকে সাবলম্বী হবো ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাফিজ শরিফ ও উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতানসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ।

 

 

 

আরপি/এসআর-১০



আপনার মূল্যবান মতামত দিন:

Top