নগরীতে ১৫ জামায়াত-শিবিরকর্মী আটক
-2022-01-10-15-48-27.jpg)
রাজশাহী মহানগরীতে নাশকতার পরিকল্পনা করাকালে ১৫ জামায়াত-শিবিরকর্মীকে আটক করেছে আরএমপি'র বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
আটকৃতরা- রবিউল ইসলাম (২৯), হাফেজ আঃ আজিজ (৩৭), হাফেজ খলিলুর রহমান (৩১), রবিউল ইসলাম (৪০), কুদ্দুসুর রহমান (৪৫), শফিকুল ইসলাম (৪৫), আতিকুর রহমান (৪৬), আব্দুল মালেক (৬৬), নাফিজ ইমতিয়াজ মনন (১৯), দিসান ইফতে নাবিল (২০), হাফেজ দেলেয়ার হোসেন (৫৫), আঃ আজিজ (৩৬), বাকী বিল্লাহ বায়োজিদ (৪৫), হাফেজ রবিউল ইসলাম (৪৪), হাফেজ খিজির আহম্মেদ (৩৬)।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৯টায় বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নিবারন চন্দ্র বর্মনের নেতৃত্বে একটি টিম নগরীর সোনাদিঘীর মোড়ে মাজেদা হোটেল এন্ড রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ১৫ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জামায়াত ও ছাত্রশিবিরের কার্যক্রমের বিভিন্ন রেকর্ডপত্র, জিহাদি বই, মাসিক রিপোর্ট, চাঁদা আদায়ের রশিদ, নগদ টাকাসহ বিবিধ মালামাল উদ্ধার হয়।
পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরপি/এসআর-০৯
বিষয়: আটক আরএমপি বোয়ালিয়া মডেল থানা
আপনার মূল্যবান মতামত দিন: