রাজশাহী মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২

রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার জাফরইল্লাহ


প্রকাশিত:
২৩ ডিসেম্বর ২০২১ ০৩:১৬

আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ১৪:৫৫

রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার জি এস এম জাফরইল্লাহ

রাজশাহী বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিজ্ঞাপনে জানানো হয়, জননিরাপত্তা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব জি এস এম জাফরইল্লাহ রাজশাহীর বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন।

এছাড়া একই সাথে বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের পরিচালক মো. আমিন-উল-আহসান।

এর আগে, ২০ ডিসেম্বর রাজশাহীর বিভাগীয় কমিশনার মোহাম্মদ হুমায়ুন কবিরকে পদোন্নতি দিয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব করা হয়। পাশাপাশি বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাইফুল হাসান বাদলকে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব করা হয়।

 

আরপি/ এমএএইচ-০১



আপনার মূল্যবান মতামত দিন:

Top