রাজশাহী মঙ্গলবার, ১৬ই এপ্রিল ২০২৪, ৪ঠা বৈশাখ ১৪৩১

রাজশাহীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১


প্রকাশিত:
২১ ডিসেম্বর ২০২১ ০৮:২৮

আপডেট:
১৬ এপ্রিল ২০২৪ ১৬:৫৬

প্রতীকী ছবি

রাজশাহীর পুঠিয়া উপজেলার ভরুয়াপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি পুঠিয়া উপজেলার পালপাড়া এলাকার মো. জালালের ছেলে খোয়াজ আলী (৪৫)। তিনি বাসের হেলপার ছিলেন। দুর্ঘটনায় আহত আরও ছয়জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। 

হতাহত সবাইকে উদ্ধার করে হাসপাতালে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পুঠিয়া সদর স্টেশন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনের কর্মীরা।

বিশ্ববিদ্যালয় স্টেশনের লিডার সাইদুর রহমান জানান, রাজশাহীর আমচত্বর-বেলপুকুর বাইপাস সড়ক হয়ে একটি যাত্রীবাহী বাস নাটোরের দিকে যাচ্ছিল। আর নাটোর থেকে রাজশাহীর দিকে আসছিল একটি ট্রাক। বেলপুকুর থানার ভরুয়াপাড়া এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

তিনি আরো জানান, তারা মোট সাতজনকে উদ্ধার করে রামেক হাসপাতালে এনেছেন। এর মধ্যে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। বাকিরা চিকিৎসাধীন। ঘটনাস্থলে আর হতাহত কেউ নেই।

 

আরপি/ এমএএইচ-১০



আপনার মূল্যবান মতামত দিন:

Top