চারঘাটে যুবক হত্যাকান্ডে ৫ অভিযুক্ত প্রেফতার

রাজশাহীর চারঘাটে মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে শিলন মিয়া নামের এক যুবককে হত্যা করা হয়। এ ঘটনায় অভিযুক্ত ৫ জনকে প্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার রাতে চারঘাট উপজেলার জিকরা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের প্রেফতার করা হয়।
প্রেফতারকৃতরা হলেন- জুয়েল রানা, হাসান আলী, আলতাফ মিয়া, জনি হোসেন ও রাসেল মিয়া।
র্যাবের ভাষ্যমতে, গ্রেপ্তারকৃতদের থানায় হস্তান্তর করা হবে। তারা হত্যাকান্ডের সাথে সম্পৃক্ততার দায় স্বীকার করেছে।হত্যায় ব্যবহৃত চাইনিজ কুড়াল হাসুয়া ও রামদা উদ্ধার করেছে র্যাব সদস্যরা।
প্রসঙ্গত,চারঘাটে মাদক নিয়ে বিরোধে গতকাল রোববার শিলন মিয়াকে হত্যা করে প্রতিপক্ষ। এ ঘটনায় নিহতের পিতা রিয়াজ উদ্দিন বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে।
আরপি/ এমএএইচ-০৪
আপনার মূল্যবান মতামত দিন: