নগরীতে ট্যাপেন্টাডলসহ ২ মাদক ব্যবসায়ী আটক
রাজশাহী মহানগরীতে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা নওগাঁ জেলার নিয়ামপুর থানার দারাজপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম জুয়েল (৩৫) ও রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বুলনপুর গোয়ালপাড়ার আনিসুর রহমানের ছেলে আলী আজম মাসুম (৪৭)।
গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম শনিবার বিকেল পৌনে ৫ টায় নগরীর লক্ষীপুর জিপিও অফিস এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান রোধে ডিউটি করছিলো। সেসময় আসামী জাহিদুল ইসলাম ও আলী আজম মাসুমকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। তাদের কাছ থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরপি/এসআর-০৯
আপনার মূল্যবান মতামত দিন: