রাজশাহী শুক্রবার, ৬ই ডিসেম্বর ২০২৪, ২৩শে অগ্রহায়ণ ১৪৩১

পবায় দিনব্যাপি কর্মশালা


প্রকাশিত:
১৯ নভেম্বর ২০১৯ ০৬:৩৩

আপডেট:
৬ ডিসেম্বর ২০২৪ ০৯:৫৬

ছবি: পবায় দিনব্যাপি কর্মশালা

ইউনিয়ন পরিষদের সক্ষমতা বৃদ্ধির লক্ষে রাজশাহীর পবা উপজেলায় দিনব্যাপি এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ এর আওতায় এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। এদিন সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ শাহাদাত হোসেন।

বড়গাছী ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার রাজশাহীর উপ-পরিচালক পারভেজ রায়হান। অনুষ্ঠানের প্রধান অতিথি এ প্রশিক্ষন’র উদ্বোধন ও প্রকল্প বিষয়ে মুল আলোচনা করেন। বিশেষ অতিথি স্থানীয় সরকার ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটর (এলজিএসপি) আকতার হোসেন প্রকল্প ওয়ার্ড কমিটি ও ওয়ার্ড সভা, প্রকল্পগ্রহণ ও বাস্তবায়ন, ইউপি অডিট, প্রকল্পের বরাদ্দ পাওয়ার শর্ত ও ক্রয় প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করেন।

 

এছাড়াও প্রকল্পে অর্থের ধারণা ও বাস্তবয়ান বিষয়ে আলোচনা করেন উপজেলা এলজিইডি’র সহকারি প্রকৌশলী সাদরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বড়গাছী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল রানা। অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, দামকুড়া হুজুরীপাড়া ইউপি’র আব্দুস সালাম, হরিপুর ইউপি’র চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল, হুজুরীপাড়া ইউপি’র চেয়ারম্যান গোলাম মোস্তফা, হরিয়ান ইউপি’র চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু, দর্শনপাড়া ইউপি’র চেয়ারম্যান কামরুল হাসান রাজ।

প্রশিক্ষনে অংশ নেন, বড়গাছী ইউপি’র সচিব ইস্রাফিল হোসেন, হুজুরীপাড়া ইউপি’র সচিব আলহাজ¦ গোলাম সাকলাইন, হরিয়ান ইউপি’র সচিব মো. ওবায়দুল হকসহ বড়গাছী, দর্শনপাড়া, হরিয়ান ও হুজুরীপাড়া ইউনিয়নের হিসাবসহকারি কাম কম্পিউটার অপারেটর ও ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন দর্শনপাড়া ইউপি’র সচিব আব্দুল্লা হেল কাফী।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top