রাজশাহী মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২

মহান বিজয় দিবস উপলক্ষে আরএমপিতে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


প্রকাশিত:
১৬ ডিসেম্বর ২০২১ ০৭:৫৭

আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ১৭:০৯

মহান বিজয় দিবস উপলক্ষে আরএমপি’র পুরস্কার বিতরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার বিকেল ৪ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে ফুটবল ফাইনাল খেলার মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্ত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক। খেলা শেষে পুলিশ কমিশনার ক্রিকেট, ফুটবল, ভলিবল, হ্যান্ডবল (নারী), ব্যাডমিন্টন, ক্যারামবোর্ড, দাবা, কাবাডিসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এসময় উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসানের সভাপতিত্বে এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলীসহ নগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

আরপি/ এমএএইচ-১৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top