বাঘায় ১২৪ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
-2021-12-07-17-43-38.jpg)
রাজশাহীর বাঘা উপজেলায় চতুর্থ ধাপে তিনটি আড়ানী, বাউসা ও চকরাজাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) উপজেলা নির্বাচন অফিস প্রার্থীদের হাতে এই প্রতীক তুলে দেন।
তিনটি ইউনিয়নে ৯ জন চেয়ারম্যান পদের মধ্যে আড়ানী ইউনিয়নে প্রতীক পেয়েছেন রফিকুল ইসলাম (নৌকা), নাসির উদ্দিন (আনারস), এনামুল হক (হাতুড়ি), মাহাতাব আলী (মোটরসাইকেল)।
বাউসা ইউনিয়নে শফিকুর রহমান শফিক (নৌকা), নুর মোহাম্মদ তুফান (মোটরসাইকেল), আনোয়ার হোসেন পলাশ (আনারস)।
চকরাজাপুর ইউনিয়নে ডিএম মনোয়ার বাবুল দেওয়ান (নৌকা), আজিজুল আযম (আনারস)।
এছাড়া সাধারণ ওয়ার্ড সদস্য(মেম্বর) পদে ৮৬ জন ও সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য(মেম্বর) পদে ২৯ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুল আলম। এই তিনটি ইউনিয়নে আগামী ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আরপি/এসআর-১২
আপনার মূল্যবান মতামত দিন: