রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

বাঘায় বিশ্ব ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন


প্রকাশিত:
৬ ডিসেম্বর ২০২১ ০৪:৪০

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ০৭:২৬

ছবি: প্রতিনিধি

“কোভিডোত্তর বিশ্বের টেশসই উন্নয়ন প্রতিবন্ধী ব্যক্তির নের্তৃত্ব ও অংশগ্রহন” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজশাহীর বাঘায় ৩০ তম আর্ন্তজাতিক ও ২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। রোববার (৫ ডিসেম্বর) বাঘা বুদ্ধি ও অটিষ্টিক প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা, প্রতিবন্ধীদের উপকরণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়টির সভাপতি পাপিয়া সুলতানা।

সাংবাদিক আব্দুল লতিফ মিঞার সঞ্চালনায় ও প্রধান শিক্ষক মাজেদুল হক স্বাগত বক্তব্যে রাখেন।

পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোকাদ্দেস আলী সরকার, উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকতা মুনসুর রহমান, বাঘা পৌরসভার সংরক্ষিত ওয়ার্ড কাউন্সির মোনোয়ারা বেগম, কাউন্সিলর মোশারফ হোসেন প্রমুখ।

নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন,আমরা কেউ যেন প্রতিবন্ধীদের প্রতি অনচার না করি। তাঁরাও সমাজের একজন। পারলে তাঁদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি ।

আলোচনা সভা শেষে,‘বাঘাতে আছেরে ভাই এমন বিদ্যালয়’ গানের সুরে সংঙ্গীত পরিবেশন করেন বিদ্যালয়টির সংঙ্গীত শিক্ষক দৃষ্টি প্রতিবন্ধী বদিউজ্জামান ও শ্যামল কুমার। পরে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের পক্ষ থেকে ৪জনকে হুইল চেয়ার ও ৩ জনকে সাদা ছড়ি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পরিচালনা কমিটির সহ-সভাপতি নিজামুল হুদা, প্রতিষ্টাতা পরিচালক সাইফুল ইসলাম, শিক্ষক আসাদুজ্জামান রান্টু, বাঘা বুদ্ধি ও অটিষ্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

 

আরপি/ এমএএইচ-০৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top