রাজশাহী বুধবার, ৮ই মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১

রাজশাহীতে মেয়র আব্বাস আলীর কুশপুত্তলিকা দাহ


প্রকাশিত:
২৭ নভেম্বর ২০২১ ০৩:৫৪

আপডেট:
৮ মে ২০২৪ ১৯:২৫

ছবি: সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননাকর মন্তব্য করা মেয়র আব্বাসের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে রাজশাহী মহানগর ছাত্রলীগ।

শুক্রবার বেলা ১২ টার দিকে নগরীর আলুপট্টি মোড় থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাহেব বাজার জিরো পয়েটে এসে শেষ হয়।

এ সময় কাটাখালি পৌরসভার মেয়র আব্বাস আলীর কুশপুত্তলিকা দাহ করা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া রাজশাহীতে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে গণধোলাই দেওয়ার আহবান জানানো হয়।

এর আগে ১ মিনিট ৫১ সেকেন্ডের অডিও ক্লিপটিতে শোনা যায়, আব্বাস আলী বলছেন, ‘হাইওয়েটাকে আমরা ডিজাইন করতে দিয়েছি। আমাদের যে অংশটা হাইওয়ে। সিটিগেট থেকে আমার অংশ। টোটালই একটা ফার্মকে দিয়েছি যে, তারা একদম বিদেশি স্টাইলে সাজায়ে দিবে ফুটপাত, সাইকেল লেন—টোটাল আমার অংশটা।’ কথার এই পর্যায়ে পাশে থেকে কেউ একজন যোগ করেন, ‘দুই পারে দুইটা গেট করার কথা আছে।’

তখন মেয়র বলেন, ‘একটু থাইমি গেছি গেটটা নিয়ে, একটু চেঞ্জ করতে হচ্ছে। যে ম্যুরালটা দিছে বঙ্গবন্ধুর, এটা ইসলামি শরিয়াহ মোতাবেক সঠিক না। এ জন্য আমি ওকে থুব না। সব করবো, যা কিছু আছে, খালি শেষ মাথাতে যেটা মাইন্ড করবে না ওড্যাই। আমি দেখতে পাছি, আমাকে যেভাবে বুঝ্যালো আমি দেখতে পাছি যে, ম্যুরালটি ঠিক হবে না দিলে। আমার পাপ হবে। তো কেন দিব? দিব না, আমি তো কানা লোক না আমাক বুঝাই দিছে।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্যের অডিও ফাঁস হয়। অডিওর মন্তব্য নিয়ে মঙ্গলবার দিনভর রাজশাহীতে ব্যাপক আলোচনা–সমালোচনার পর সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে ব্যাখ্যা দেন এই আওয়ামী লীগ নেতা।

মেয়র আব্বাস গত ২৯ মের দুটি ভিডিও সংবলিত নিজের পোস্ট শেয়ার করে ফেসবুকে স্ট্যাটাসে ‘জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরাল এবং আমার কিছু কথা’ শিরোনামে ব্যাখ্যাটি দেন। এতে তিনি অডিওর কথোপকথন বিষয়ে লিখেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালসহ গেট নির্মাণের পরিকল্পনার কথা জানানোর পর থেকে একটি অশুভ শক্তি জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালসহ যেন গেট নির্মাণ করতে না পারি, এ ব্যাপারে ষড়যন্ত্র শুরু করে।’

১ মিনিট ৫১ সেকেন্ডের এই অডিও এডিট করা হয়েছে দাবি করে মেয়র আব্বাস বলেছেন, ‘গতকাল থেকে কিছু সংবাদমাধ্যম এবং ফেসবুকে আমার কথোপকথনের একটি অডিও ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। অডিওটি সবাই মনোযোগ দিয়ে শুনুন, আপনারা বুঝতে পারবেন, অডিওটি এডিট করে তৈরি করা হয়েছে।’

এরপর মেয়র আব্বাস লিখেছেন, ‘আমি কখনো কারও সামনে জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালসহ গেট নির্মাণ করা হবে না কিংবা কেউ ম্যুরাল নির্মাণ করলে বাধা দেয়া হবে, এ রকম কথা কারও সামনে কখনো বলিনি।’

ওই পোস্টের শুরুতে আব্বাস লিখেছেন, ‘গত ২৯ মে আমার ফেসবুক আইডি থেকে কাটাখালী পৌরসভার প্রবেশদ্বারে জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালসহ গেট নির্মাণ করা হবে মর্মে (ভিডিও) আপলোড দিয়েছিলাম। গেট নির্মাণের জন্য সকল প্রস্তুতি চলছিল। কিন্তু ঢাকা টু রাজশাহী মহাসড়ক দুই লেন থেকে চার লেনে উন্নীত করার কাজ চলমান থাকায় গেটটি নির্মাণ সাময়িকভাবে বন্ধ আছে। চার লেন রাস্তা নির্মাণের জন্য মহাসড়কের দুই ধারে কতটুকু জায়গা বাড়ছে, সেটা নিশ্চিত হওয়ার পরে আশা করছি আগামী বছরের জানুয়ারি–ফেব্রুয়ারিতে পুনরায় গেট নির্মাণের প্রস্তুতি শুরু করতে পারব ইনশা আল্লাহ।’

তবে ফেসবুক স্ট্যাটাস ও অডিও বিষয়ে রাতেও মেয়র আব্বাসের ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ধরেননি।

আব্বাস আলী রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌর আওয়ামী লীগের আহ্বায়ক। তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচিত হয়ে টানা দুই মেয়াদে মেয়রের দায়িত্ব আছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে তাঁর বিরুদ্ধে কটূক্তি করার অভিযোগ উঠেছে। এ–সংক্রান্ত একটি অডিও কথোপকথন মঙ্গলবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

 

আরপি/ এমএএইচ-১০



আপনার মূল্যবান মতামত দিন:

Top