নগরীতে চোলাইমদসহ ব্যবসায়ী আটক

৯৭ লিটার চোলাইমদসহ রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম চারখুটার এলাকায় বিক্রয়ের সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।
গত মঙ্গলবার (২৩ নভেম্বর ২০২১) বেলা পৌনে একটায় কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম চারখুটার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেফতারকৃত আসামী নগরীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া গ্রামের মৃত ইসবর আলীর ছেলে মোঃ সোহরাব আলী মিঠু (৪২)।
কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ এম এ মাসুদ পারভেজ জানান, এক ব্যক্তি কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম চারখুটার এলাকায় বাড়িতে চোলাইমদ বিক্রয় করছে মর্মে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় এসআই মোঃ তাজ উদ্দিন আহম্মেদ ও তার টিম অভিযান পরিচালনা করে আসামী মিঠুকে গ্র্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৯৭ লিটার চোলাইমদ উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মো: গোলাম রুহুল কুদ্দুস অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার।
আরপি/ এমএএইচ-১২
আপনার মূল্যবান মতামত দিন: