রাসিক মেয়রকে অভিনন্দন দেওয়া ব্যানার ছেঁড়ার অভিযোগ
-2021-11-23-20-20-49.jpg)
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খাইরুজ্জামান লিটন আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় অভিনন্দন দেওয়া ব্যানার ছেঁড়ার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলী থানার পুলিশকে অবগত করেন। সোমবার দিবাগত রাতে কে বা কারা এই ঘটনাটি ঘটিছে কারো এই বিষয়ে জানা নাই বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার (২২ নভেম্বর) বিকেলে বাঘা পৌরসভা এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ সম্বলিত রাসিক মেয়র খায়রুজ্জামান লিটনকে বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলীর অভিনন্দন জানিয়ে ব্যানার ছাটানো হয়। রাতের আঁধারে কে বা কারা বাঘা উচ্চ বিদ্যালয়ের সামনে টানানো ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে।
এ বিষয়ে বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলী বলেন, আমার অভিনন্দন দেওয়া ব্যানার প্রতিহিংসা মূলকভাবে ছিঁড়ে ফেলা হয়েছে। অপরাধিদের ধরে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাচ্ছি।
উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল বলেন, যারা এই কাজটি করেছে, তারা অবশ্যই অপরাধী। এহেন কাজটি করা ঠিক করেনি।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাজ্জাদ হোসেন বলেন, বাঘা উচ্চ বিদ্যালয়ের সামনে টানানো একটি ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। এ বিষয়ে সাবেক মেয়র আক্কাছ আলী আমাকে অবগত করেছেন। আমি বিষয়টি খতিয়ে দেখছি।
আরপি/ এমএএইচ-১৭
আপনার মূল্যবান মতামত দিন: