ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ ৩ জন আটক

২৬০ বোতল ফেন্সিডিলসহ ৩ ব্যক্তিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ (২০ নভেম্বর) রাত দেড়টার দিকে মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো রাজশাহী মহানগরীর কাটাখালী থানার চরখিদিরপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে মোঃ দুলাল হোসেন(৪০), মোঃ হান্নানের ছেলে মোঃ সুজন(২৬) ও দামকুড়া থানার চরমাজার দিয়া গ্রামের মৃত আঃ রহমানের ছেলে মোঃ মুসলেম আলী(২৯)।
ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক জনাব মোঃ রেজাউল হাসান, এসআই মোঃ রবিউল ইসলাম ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ঐ টিম ঘটনাস্থলে অবস্থান নিলে রাত্রী ২ টায় চোরাকারবারীরা পদ্মা নদীর চরের দিক হতে ফেন্সিডিল নিয়ে আসার সময় আসামী দুলাল, সুজন ও মুসলেম আলীকে আটক করে। এ সময় তাদের দখল হতে ২৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মো: গোলাম রুহুল কুদ্দুস।
আরপি/ এমএএইচ-১৩
বিষয়: আটক ডিবি পুলিশ ফেন্সিডিল
আপনার মূল্যবান মতামত দিন: