রাজশাহীতে রেল দিবস পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে ১৫৯ তম রেল দিবস পালন করছে রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ে। সোমবার বেলা ১১ টার দিকে রেল দিবস উপলক্ষে রাজশাহী রেলস্টেশনে চত্বরে একটি আলোচনা সভার আয়োজন করে পশ্চিম অঞ্চল রেলওয়ে ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ রেলওয়েকে আধুনিক, যুগোপযোগী যোগাযোগ মাধ্যম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার সর্বাধিক গুরুত্ব প্রদান করেছে।
রেলওয়ে বর্তমান পরিবহণ চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও সমন্বিত বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থায় রেলওয়ে দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে।
এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী রেলওয়ের পশ্চিমাঞ্চলের অতিরিক্ত মহাব্যবস্থাপক অজয় কুমার পোদ্দার, চীফ অপারেটিং এন্ড সুপারিন্টেন্ডেন্ট শহিদুল ইসলামসহ পশ্চিমঅঞ্চল রেলওয়ের বিভিন্ন পযার্য়ের কমকর্তা ও কর্মচারীবৃন্দ।
এর আগে রেল দিবস উপলক্ষে রাজশাহী রেলস্টেশন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক ঘুরে স্টেশন চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
আরপি/ এমএএইচ-১০
আপনার মূল্যবান মতামত দিন: