পুঠিয়ায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

রাজশাহীর পুঠিয়া উপজেলায় জালাল উদ্দিন (৫৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার পালোপাড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
সে ওই এলাকার মৃত সরব আলীর ছেলে। তিনি মৃগি রোগে আক্রান্ত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বন্যার পানিতে ভেসে যাওয়া পুকুরে বাঁধ দিতে গিয়ে সে ডুবে যায়। নিখোঁজ থাকার পর তাকে পানিতে ভাসমান অবস্থায় দেখা গেলে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পরিবার সূত্রে জানা গেছে, জালাল উদ্দিন জালু দীর্ঘদিন থেকে মৃগি রোগে আক্রান্ত। রোববার বেলা সাড়ে ১১ টার দিকে বাড়ির অদুরে অবস্থিত তাদের পুকুরটি বন্যার পানিতে ভেসে যাওয়ায় তিনি একাই ভেসে যাওয়া পুকুরে বাঁধ দেয়ার কাজ করছিলেন। তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে পুকুরের পানিতে ডুবে যান। রোববার বিকেলে তাকে দাফন করা হয়েছে।
আরপি/আআ
বিষয়: পুঠিয়া বৃদ্ধ মরদেহ উদ্ধার
আপনার মূল্যবান মতামত দিন: