রাজশাহী মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২

প্রেমিকার সামনে বুকে ছুরি চালিয়ে যুবকের আত্মহত্যা


প্রকাশিত:
১০ নভেম্বর ২০২১ ০২:৫১

আপডেট:
১০ নভেম্বর ২০২১ ০২:৫৩

ফাইল ছবি

রাজশাহীতে সাবেক প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে আত্মহত্যা করেছেন বুলবুল আহমেদ (২৬) নামের এক যুবক। মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে নগরীর লক্ষ্মীপুর এলাকার মাস্টার শেফ বাংলা রেস্তোরাঁর সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করেছে পুলিশ।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, যুবক বুলবুলের বাড়ি পুঠিয়ায়। তার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল একই এলাকার তুলি আকতারের। সম্প্রতি তুলির বিয়ে হয়ে যায়। পরে তুলি নওগাঁর জেনি আকতারের সঙ্গে সম্পর্ক গড়ে দেয়ার কথা বলে ডেকে পাঠায়।

দুপুরে বুলবুল তুলির সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রথমে বিষপান করে। পরে নিজের বুকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা উদ্ধার করে রামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

 

 

আরপি/এসআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top