রাজশাহী শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১

নগরীতে হচ্ছে আরও একটি পুলিশ লাইন্স


প্রকাশিত:
৬ নভেম্বর ২০২১ ০৪:৪৪

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ০০:৫২

ছবি: সংগৃহীত

৯ দশমিক ৪৪৫০ একর জমিতে আরেকটি পুলিশ লাইন্স তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)।

শহরের বোয়ালিয়া থানার আলীগঞ্জ ও মোল্লাপাড়া এই পুলিশ লাইন্স গড়ে তোলা হবে বলে জানা গেছে। ইতোমধ্যে জমি অধিগ্রহণের কাজ শেষ করেছে জেলা প্রশাসন। জমি বুঝেও পেয়েছে আরএমপি।

গত বৃহস্পতিবার আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক অধিগ্রহণ করা ওই জমি পরিদর্শনে যান এবং স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় তিনি জানান, নতুন পুলিশ লাইন্সে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) ফোর্সের ব্যারাক হবে। শহরে কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে তা মোকাবিলা করতে সেখান থেকে ফোর্স আসবে। আর কেশবপুর এলাকায় এখনকার পুলিশ লাইন্সটিও থাকবে। এখানে অন্যান্য কার্যক্রম চলবে।

পরিদর্শনেকালে আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মজিদ আলী, উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসানসহ ঊর্ধ্বদতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আরপি/ এমএএইচ-১০

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top