রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১

রাজশাহীতে মাদকসহ গ্রেপ্তার ২


প্রকাশিত:
৪ নভেম্বর ২০২১ ০৪:১০

আপডেট:
৪ নভেম্বর ২০২১ ০৪:১২

ছবি: সংগৃহীত

রাজশাহীতে ২০০ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী নগর পুলিশের গোয়েন্দা শাখার একটি দল বেলপুকুর বাইপাস মোড়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

তাঁরা হলেন- রাজশাহীর চারঘাট উপজেলার চামটা দক্ষিণপাড়া গ্রামের মো. রাসেল (২১) ও মো. আলিম ওরফে কালু (৩২)।

রাজশাহী মহানগর এলাকাকে অপরাধ মুক্ত ও মাদক-চোরাচালান নির্মূল করার লক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে কাজ করছে আরএমপি।

এরই ধারাবাহিকতায় গত ২ নভেম্বর ২০২১ সন্ধ্যা ৬.৫৫ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক  মোঃ রেজাউল হাসান, এসআই মোঃ রবিউল ইসলাম ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালে বেলপুকুর থানার বেলপুকুর বাই-পাস মোড়ে ছদ্মবেশে অবস্থান করছিলো।

অবস্থানকালে ডিবি পুলিশের ঐ টিম সন্ধ্যা ৭.৪৫ টায় উক্ত স্থান হতে গাড়ীর জন্য অপেক্ষা করতে থাকা আসামী মোঃ রাসেলকে আটক করে। এসময় আসামীর কাছ থেকে ২০০ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে। নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল এসব তথ্য জানিয়েছেন।

 

 

আরপি/ এমএএইচ-১১



আপনার মূল্যবান মতামত দিন:

Top