রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

রাজশাহীতে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৫


প্রকাশিত:
১৪ নভেম্বর ২০১৯ ০৫:৪৬

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:৫৫

ছবি: সংগৃহীত

রাজশাহী নগরীতে রেল ভবনের টেন্ডার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের  সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকালে এ ঘটনা ঘটে। এতে একজন নিহত ও  অন্তত পাঁচজন আহত হয়েছে।


জানা গেছে, রেল ভবনের টেন্ডার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে  স্থানীয় আওয়ামী লীগের রাজা গ্রুপ ও সুজন গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সেক্রেটারি আনোয়ার হোসেন রাজা এবং তার ভাই রাসেলকে ছুরিকাঘাত করা হয়। তারা গুরুতর আহত হন। অন্যদিকে আওয়ামী লীগ কর্মীর সুজন গ্রুপের অন্তত ২ জন আহত হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ছুরিকাহত রাসেল সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আরএমপির চন্দ্রিমা থানার ওসি গোলাম মোস্তফা  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংঘর্ষের পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। আর ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

 

আরপি/আআ

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top