নগরীতে ৫০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
রাজশাহী মহানগরীতে ৫০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত আসামীরা নগরীর দামকুড়া থানার খোলাবোনা গ্রামের মৃত আলেক শেখের ছেলে জাহাঙ্গীর হোসেন (২৪) ও সোহরাব আলীর ছেলে মাসুদ রানা (৩০)।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা পৌনে ৭ টায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর ঝাউতলা এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশ আসামী জাহাঙ্গীর ও সোহরাব আলীকে আটক করে।
আটককৃত আসামীদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে আরএমপি।
আরপি/এসআর-১১
আপনার মূল্যবান মতামত দিন: