স্বামী পালিয়ে গেলেও ১১৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার স্ত্রী

রাজশাহীর বাঘায় ১‘শ ১৮ বোতল ফেন্সিডিলসহ সাগরী বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৫অক্টোবর) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার আলাইপুর মহাজনপাড়া এলাকার শামসুল প্রামানিকের স্ত্রী।
পুলিশ জানান, গোপন তথ্যের ভিত্তিতে গভীর রাতে সহকারি পুলিশ পরিদর্শক (এসআই) এমএ কুদ্দুস হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার আলাইপুর মহাজনপাড়া এলাকার শামসুল প্রামানিকের বাড়িতে অভিযান চালিয়ে তাঁর শয়ন কক্ষের খাটের নিচে রক্ষিত ১‘শ ১৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ শামসুল প্রামানিকের স্ত্রীকে গ্রেফতার করা হয়। জব্দকৃত ফেন্সিডিলের বাজার মূল্য সাড়ে ৩ লক্ষ টাকা বলে জানান পুলিশ। এসময় মাদক ব্যবসায়ী শামসুল প্রামানিক(৪৫) ও মনিরুল ইসলাম মনি (৩০) পালিয়ে যায়।
এ বিষয়ে বাঘা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ সাগরী বেগমকে গ্রেফতার করা হয়েছে। তাঁর স্বামীসহ একজন পলাতক রয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) ওই নারিসহ ৩ জনের নামে মাদক আইনে মামলা দায়ের করে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরপি/এসআর-১৪
আপনার মূল্যবান মতামত দিন: