বাঘায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

রাজশাহীর বাঘায় শারীরিক প্রতিবন্ধী ও সমাজের অবহেলিত চলাচলে অক্ষম,দুইজন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার (২৫অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু ব্যক্তিগত উদ্দ্যোগে এই হুইল বিতরণ করেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু বলেন, উপজেলার বিভিন্ন গ্রামে নিজে ঘুরে প্রতিবন্ধিদের চিহিৃত করে, যাদের হুইল চেয়ার প্রয়োজন, যারা চলাচলে অক্ষম মানুষ, তাদের খুঁজে পর্যাক্রমে সকলের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হবে। এ পর্যন্ত আটজন মুক্তিযোদ্ধা ও ১৩ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন,আওয়ামীলীগ নেতা সহকারি অধ্যাপক সনোয়ার হোসেন, কামাল হোসেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সানোয়ার হোসেন সুরুজ, মনিরুজ্জামান রবি প্রমুখ।
আরপি/এসআর-০৫
বিষয়: বাঘা হুইল চেয়ার বিতরণ
আপনার মূল্যবান মতামত দিন: