রাজশাহী বৃহঃস্পতিবার, ৯ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১

রাজশাহীতে পশুপাখি-উদ্ভিদ বাঁচাতে শব্দ নিয়ন্ত্রণের প্রত্যয়


প্রকাশিত:
২৪ অক্টোবর ২০২১ ২৩:২১

আপডেট:
৯ মে ২০২৪ ২২:৪৭

ছবি: প্রশিক্ষণ কর্মশালা

রাজশাহীতে পশুপাখি ও উদ্ভিদ বাঁচাতে শব্দ নিয়ন্ত্রণের প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। রবিবার (২৪ অক্টোবর) ইমাম খতিব ও ছাত্র-ছাত্রীদের নিয়ে পরিবেশ অধিদপ্তর আয়োজিত পৃথক দু‘টি প্রশিক্ষণ কর্মশালায় এ প্রত্যয় ব্যক্ত করা হয়।

প্রথমে বেলা ১১টায় নগরীর ইমাম প্রশিক্ষণ একাডেমী মিলনায়তনে বিভিন্ন মসজিদের ইমাম-খতীবদের নিয়ে এবং পরে বেলা ৩টায় রাজশাহী কলেজ মিলনায়তনে সাধারণ ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় এ প্রশিক্ষণ প্রোগ্রাম।

সকালে ইমাম প্রশিক্ষণ একাডেমীর উপ-পরিচালক ডা. আসেম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হুমায়ুন কবির। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আব্দুল মান্নান, পরিবার পরিকল্পনা রাজশাহীর পরিচালক মাহবুবুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগের বিভাগীয় প্রধান ডা. আসাদুর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া জোনের ডেপুটি পুলিশ কমিশনার সাজিদ হোসেন, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মিজানুর রহমান প্রমুখ।

আর বিকেলে রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হুমায়ুন কবির, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার, অ্যাডিশনাল ডিআইজি জয়দেব ভদ্র, আরএমপি ট্রাফিকের ডিসি অনির্বাণ চাকমা প্রমুখ।

কর্মশালায় বক্তারা বলেন, উচ্চশব্দের কারনে হ্রাস পাচ্ছে মানুষের শ্রবণশক্তি। বিরূপ প্রভাব পড়ছে সামাজিক ও পারিবারিক জীবনে। মানবদেহে কানের ২০ ভাগ রোগের ১২ ভাগই হয় শুধুমাত্র শব্দ দূষণের প্রভাবে। এটি নীরব ঘাতক। ইমামদের উচিত বিষয়টি নিয়ে মসজিদে বক্তৃতা দেয়া এবং মুসল্লিদের শব্দ দূষণরোধে সচেতন করা। শব্দ দূষণের কারনে শুধু মানুষ নয়, পশুপাখি ও উদ্ভিদেরও ক্ষতি হয়। এসব বাঁচাতে নিয়ন্ত্রণ করতে হবে শব্দ। মসজিদের ইমাম, খতিব ও রাজশাহী কলেজ শিক্ষার্থীরা শব্দ দূষণ প্রতিরোধ স্ব স্ব জায়গা থেকে কাজ করার প্রতিশ্রুতি দেন।

 

 

 

আরপি/এসআর-০৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top