রাজশাহী মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২

রাজশাহীতে চলছে বিএফইউজে নির্বাচনের ভোটগ্রহণ


প্রকাশিত:
২৩ অক্টোবর ২০২১ ১৯:০৮

আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ২০:৩২

ছবি: সংগৃহীত

ঢাকাসহ সারাদেশে ১০ অঙ্গ ইউনিয়নে একযোগে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন-২০২১ এর ভোটগ্রহণ শুরু হয়েছে। এতে ভোটগ্রহণ শুরু হয়েছে রাজশাহীতেও।

শনিবার (২৩ অক্টোবর) সকাল ৯টা থেকে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। একটানা ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

নির্বাচনে রাজশাহীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন- সহ-সভাপতি পদে শিবলী নোমান, যুগ্ম-মহাসচিব পদে জাবিদ অপু ও রাশেদ ইবনে ওবায়েদ, কার্যনির্বাহী পরিষদ সদস্য পদে বদরুল হাসান লিটন , আসাদুজ্জামান আসাদ ও শরীফ সুমন। তবে রাজশাহীতে যুগ্ম-মহাসচিব পদে সৌরভ হাবিব প্রতিদ্বন্দ্বিতা করলেও নির্বাচনের আগে তিনি প্রার্থীতা প্রত্যাহার করেছেন বলে জানা গেছে।

এবারের নির্বাচনে রাজশাহীতে মোট ভোটার সংখ্যা ৬৭ জন। এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী গিয়াস ও তৈয়বুর রহমান।

আরপি/ এমএএইচ-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top