রাজশাহী মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১

তানোরে ৪ চেয়ারম্যান প্রার্থীসহ ২০ জনের মনোনয়ন বাতিল


প্রকাশিত:
২২ অক্টোবর ২০২১ ০৫:৪৪

আপডেট:
৭ মে ২০২৪ ০১:০০

ফাইল ছবি

রাজশাহী তানোর উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত নারী আসনে ১ জন ও সদস্য পদে ১৫জনসহ ২০জনের প্রার্থীর মনোনয়ন বাতির হয়েছে।

বৃহস্পতিবার যাচাই বাছাইয়ের দিনে এসব প্রার্থীদের ঋণক্ষেলাপীসহ বিসিআইসি সার ডিলার হওয়ায় এবং নারী আসনের প্রার্থীর বয়স কম হওয়ায় তাদের মনোনয়ন বাতিল করা হয়।

তানোর উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, কলমা ইউপিতে চেয়ারম্যান পদে ১ জন, বাধাইড় ইউপিতে চেয়ারম্যান পদে ২ এবং সরনজাই ইউপিতে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী আব্দুল মালেক ঋণক্ষেলাপী হওয়ায় তারও মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

তিনি বলেন, কামারগাঁ ইউপিতে সংরক্ষিত নারী আসনের প্রার্থীর বয়স কম হওয়ায় তারও মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। সেই সাথে ৭ টি ইউপির সদস্য পদের ১৫ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

তিনি বলেন, প্রার্থীর মধ্যে ঋন ক্ষেলাপী হওয়া এবং বিসিআই সার ডিলার হওয়ায় এসব প্রার্থীদের প্রার্থীতা বাতিল করা হয়েছে।

তানোর উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, আগামী ১১ নভেম্বর তানোর উপজেলার ৭ টি ইউপিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। আগামী ২৬ অক্টোবর মনোনয়ন প্রত্যাহার এবং ২৮ অক্টোবর প্রতীক বরাদ্ধ দেয়া হবে।

 

আরপি/ এমএএইচ-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top