রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর ডিবি


প্রকাশিত:
২০ অক্টোবর ২০২১ ১৯:২৫

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১১:৪৩

ছবি: আটককৃত মাদক ব্যবসায়ী

৬’শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেফতারকৃত আসামী হলো রাজশাহী মহানগরীর কর্ণহার থানার তেঁতুলিয়া উত্তরপাড়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে মোঃ হানিফ(৪৫)।

এরই ধারাবাহিকতায় গত ১৯ অক্টোবর ২০২১ বিকেল ৩টা ১০ মিনিটের দিকে কর্ণহার থানার তেঁতুলিয়া দক্ষিণপাড়া এলাকায় গাঁজা বিক্রয়ের সময় তাকে আটক করা হয়।

রাজশাহী মহানগর এলাকাকে অপরাধ মুক্ত ও মাদক-চোরাচালান নির্মূল করার লক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে কাজ করছে আরএমপি।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক জনাব মোঃ আবুল কালাম আজাদ, এসআই মোঃ আশরাফুল ইসলাম ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কর্ণহার থানার তেঁতুলিয়া দক্ষিণপাড়া এলাকায় এক ব্যক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বিকেল ৩ টা ২০ মিনিটে কর্ণহার থানার তেঁতুলিয়া দক্ষিণপাড়া এলাকা হতে আসামী মোঃ হানিফকে আটক করে। এসময় আসামীর কাছ থেকে ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

আরপি/ এমএএইচ-১০



আপনার মূল্যবান মতামত দিন:

Top