রাজশাহী মঙ্গলবার, ২০শে জানুয়ারী ২০২৬, ৭ই মাঘ ১৪৩২

রাজশাহী

গোদাগাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্র নিহত


প্রকাশিত:
১৯ আগস্ট ২০১৯ ২১:৩০

আপডেট:
২০ জানুয়ারী ২০২৬ ০৫:৫৩

প্রতিকী ছবি

রাজশাহীর গোদাগাড়ীতে নিজ দোকানে বিদ্যুতের তারে জড়িয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে । নিহত ঐ কলেজ ছাত্রের নাম জসিম (১৮)। রোববার বিকাল ৫টার দিকে উপজেলার মোহাম্মদপুর জৈটাবটতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জসিম উপজেলার মোহাম্মদপুর জৈটাবটতলা গ্রামের হযরত আলীর ছেলে। সে চলতি বছর গোদাগাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে।

স্থানীয়রা জানান, রোবার বিকাল  ৫টার দিকে নিজ দোকানে বিদ্যুতের কাজ করছিলো। মেঝেতে পানি ছিলো কিন্তু সে তা খেয়াল করেনি। এক পর্যায়ে পানির কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তাকে উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরপি / এম 



আপনার মূল্যবান মতামত দিন:

Top