রাজশাহীতে সাইবার সিকিউরিটি লিডারশীপ কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহীতে আইসিটি ডিভিশনের আয়োজনে সাইবার সিকিউরিটি লিডারশীপ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানে মেয়র বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে তথ্য- প্রযুক্তিখাতে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে।
দেশে গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তির সুবিধা। ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করছে দেশের মানুষ।
তথ্য ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে তরুণদের প্রতি আহ্বান জানাই। প্রশিক্ষণ কর্মশালার সফলতা কামনা করছি।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সিআরআই এর কো-অর্ডিনেটর তন্ময় আহমেদ।
উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা। কর্মশালায় বক্তব্য দেন আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য সুফি ফারুক।
এ সময় পাঠাগার বিষয়ক সম্পাদক সৈয়দ ইমাম বাকের ও কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ নাজির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আরপি/ এমএএএইচ-০৭
আপনার মূল্যবান মতামত দিন: