রাজশাহী বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২

ঈদ-ই-মিলাদুন্নবীতে শান্তি শৃঙ্খলা রক্ষায় আরএমপির নিষেধাজ্ঞা


প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২১ ০০:৩৫

আপডেট:
২৩ এপ্রিল ২০২৫ ০৪:১১

ফাইল ছবি

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে নগরীর শান্তি শৃঙ্খলা রক্ষায় জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে আরএমপি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বুধবার (২০ অক্টোবর) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত হবে। দিবসটি উপলক্ষ্যে রাজশাহী মহানগর এলাকায় জুশনে জুলুশ (শোভাযাত্রা), মিলাদ-ওয়াজ মাহফিল ও ধর্মীয় সভাসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। কোভিড-১৯ পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি সংক্রান্ত সরকারী নির্দেশনা প্রতিপালনসহ রাজশাহী মহানগর এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার নিমিত্তে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ এর ১ (ঢ), ২৯ এর ১ (ক), (খ), ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মহানগর এলাকায় আগামী বুধবার (২০ অক্টোবর) সকল প্রকার জনসমাবেশ, মিছিল, আতশবাজি, পটকা ফুটানোসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য ব্যবহার, অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিস্ফোরক দ্রব্য বহন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়াভাবে ধর্মীয় আচারাদী পালন করা যাবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

আরপি/এসআর-১৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top