রাজশাহীতে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা

সকল মানুষের জীবিকা, খাদ্য এবং পুষ্টি নিরাপত্তার নিশ্চিত করতে খাদ্য অধিকার আইন প্রনয়নের দাবি জানানো হয়েছে।
শনিবার নগরীর বড়কুঠি মুক্তমঞ্চে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ শরিফুল ইসলাম বাবু। প্রধান আলোচক ছিলেন, জেলা কৃষক লীগ সভাপতি রবিউল আলম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় প্রধান অ্যাড দিল সেতারা চুনি এবং পরিবর্তন পরিচালক রাশেদ রিপন।
রাজশাহী মেট্রপলিটন প্রেসক্লাব আহবায়ক মোমিনুল ইসলাম বাবুর সভাপতিত্বে সভায় ধারনাপত্র পাঠ করেন পরিবর্তনের প্রোগ্রাম অফিসার সোমা হাসান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনাকালে সারা দেশে খাদ্য চাহিদার বিষয়টি সামনে চলে আসে। কি নগর কি গ্রাম সব জায়গাতে মানুষের খাদ্য চাহিদার বিষয়টি প্রকট হয়ে ওঠে। মানুষের প্রাথমিক ও প্রধানতম অধিকার খাদ্য। এই অধিকার পুরণ না হলে মানুষের অস্তিত্ব বিলিন হয়ে যাবে।
জনগনের খাদ্য প্রাপ্তি রাস্ট্রর দান বা সেবামূলক কর্মসূচি নয়। এটিকে অধিকার হিসেবে দেখা উচিত। সবার খাদ্য ও পুষ্টির অধিকার নিশ্চিত করতে খাদ্য অধিকার আইন প্রনয়ন করা জরুরী। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গম্ভীরা গানের আয়োজন করা হয়।
আরপি/ এমএএইচ-০৫
আপনার মূল্যবান মতামত দিন: