কাল থেকে ৬ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি ছয় দিনের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছে ভারতের মহদিপুর স্থলবন্দর এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্টার অ্যাসোসিয়েশন।
রোববার এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্টার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সাপ্তাহিক ছুটিসহ সোমবার (১১ অক্টোবর) থেকে আগামী শনিবার (১৬ অক্টোবর) পর্যন্ত এ বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
আগামী রোববার (১৭ অক্টোবর) থেকে যথারীতি বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে বলে জানান প্রসেনজিৎ ঘোষ।
সোনামসজিদ স্থলবন্দরের সহকারী কাস্টমস কমিশনার (শুল্ক) মো. মমিনুল ইসলাম জানান, পূজা উপলক্ষে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক থাকবে।
সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটি ঘোষণা করায় শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ সোমবার (১১ অক্টোবর) থেকে শনিবার (১৬ অক্টোবর) পর্যন্ত ছয় দিন মহদিপুর স্থলবন্দরে সব ধরনের কাজ বন্ধ থাকবে।
আরপি/ এমএএইচ-০৯
আপনার মূল্যবান মতামত দিন: