রাজশাহী বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২

রাজশাহীতে লেন্ড’র শোরুমের উদ্বোধন


প্রকাশিত:
১১ অক্টোবর ২০২১ ০১:৩৫

আপডেট:
১১ অক্টোবর ২০২১ ০১:৩৯

লেন্ড’র শোরুম

রাজশাহীতে লেন্ড’র শোরুমের উদ্বোধন করা হয়েছে। রোববার (১০ অক্টোবর) বিকেল ৫টায় নগরীর রাণীবাজার মোড় এলাকায় এ শোরুমের উদ্বোধন করা হয়। 

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটেছেন- রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি রফিকুল ইসলাম রফিক। এসময় তিনি এই শোরুমের আধুনিক ও রুচি সম্মত পণ্য ক্রেতাদের আস্থা অর্জন করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

সংশ্লিষ্টরা বলছেন, ফ্যাশন জগতের অনন্য নাম লেন্ড। ২০১৮ সালে লেন্ড বর্ণাঢ্য যাত্র শুরু করে। তার ধারাবাহিকতায় রাজশাহীতে লেন্ড’র শোরুমটি ষষ্ঠ। সুনামের সাথে দেশব্যাপি ব্যবসা পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

উদ্বোধন উপলক্ষে মাসব্যাপি ২৫ শতাংশ মূল্য ছাড় রেখেছে প্রতিষ্ঠানটি।

উদ্বোধনী অনুষ্ঠানে লেন্ড’র উর্দ্ধোতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

আরপি/ এমএএইচ-০৬

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top