রাজশাহী মঙ্গলবার, ২৮শে মার্চ ২০২৩, ১৪ই চৈত্র ১৪২৯

রাজশাহী এ্যাডভোকেট বারের নবাগত আইনজীবীদের সংবর্ধনা


প্রকাশিত:
৯ অক্টোবর ২০২১ ২১:২৫

আপডেট:
২৮ মার্চ ২০২৩ ০২:২৫

ছবি: সংগৃহীত

রাজশাহী এ্যাডভোকেট বারের নবাগত আইনজীবীদের সংবর্ধনা-২০২১ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নগরীর লোটাস কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে রাসিক মেয়র নবীন আইনজীবীদের হাতে ফুল ও ক্রেস্ট তুলে দিয়ে তাদের বরণ করেন নেন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ রাজশাহীর আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এ্যাড. একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে রাজশাহী জেলা দায়রা জজ আদালের পিপি এ্যাড. মোজাফফর হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী জেলার যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, সাবেক জিপি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মোসাব্বেরুল ইসলাম উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন এ্যাড. মাজেদুর ইসলাম শিবলী।

 

আরপি/ এমএএইচ-১৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top