রাজশাহী রেল স্টেশন
টিকিট বিক্রিতে অনিয়ম, শিক্ষার্থী-যাত্রীদের বিক্ষোভ

রাজশাহী রেল স্টেশনে নিয়ম ভঙ্গ করে পদ্মা এক্সপ্রেসে স্ট্যান্ডিং টিকেট দিয়েছিলো রেলের কিছু অসাধু কর্মকর্তা । সেই টিকিটে ট্রেনে যেতে না পারায় বিকেলে যাত্রীরা স্টেশনে বিক্ষোভ শুরু করেন যাত্রীরা।
বিকেল চারটায় পদ্মা ট্রেনের টিকিট কেটেও যেতে না পারায় স্টেশন ঘেরাও করে ভাংচুরের চেষ্টা চালান বলে অভিযোগ রেল কর্মকর্তাদের।
কিন্তু যাত্রীরা বলছেন, কোনো আশ্বাস না পাওয়ায় ভেতরে জোর করে ঠুকতে আমরা বাধ্য হয়েছি। এরপর আইনশৃঙ্খলা বাহিনী পশ্চিম রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
পশ্চিমাঞ্চল রেলের মহা ব্যবস্থাপক মিহির কান্তি গুহ জানিয়েছেন, শিক্ষার্থীরা পদ্মা ট্রেনের টিকিটেই পরবর্তীতে ট্রেনে যেতে পারবে যাত্রীরা। এছাড়া খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসে ১০৬টি আসনের একটি নির্দিষ্ট কোচ লাগানো হয়েছে।
সন্ধ্যার পর রাজশাহী থেকে ঈশ্বরদী গামী কমিউটার ট্রেনে গিয়ে ঈশ্বরদী রেল স্টেশনে তারা ঐ কোচে ঢাকা যেতে পারবেন।
একাধিক যাত্রীর অভিযোগ, তাদের ট্রেন থেকে টিকিট থাকার পরও জোর করে নামিয়ে দেয়া হয়েছে। এই টিকিটে যদি না যেতে দেয়া হয় তাহলে কেন টিকিট এমন প্রশ্ন যাত্রীদের।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ট্রেনের নির্ধারিত আসন এর চাইতে যাত্রীদের সংখ্যা বেড়ে যায়। যার ফলে এমন সমস্যার সৃষ্টি হয় ।
আরপি/এমএএইচ-০৯
আপনার মূল্যবান মতামত দিন: