রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১

সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষার দাবিতে মানববন্ধন


প্রকাশিত:
৬ অক্টোবর ২০২১ ২১:৩৮

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ০৪:২৬

ছবি: মানববন্ধন

সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষার দাবিতে রাজশাহীতে মানববন্ধন শিক্ষাথীরা। বুধবার বেলা ১১ টায় নগরীর কামারুজ্জাামন চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে মহানগর এসএসসি-২০২২ ব্যাচের শিক্ষার্থীরা। 

মানববন্ধনে শিক্ষাথীরা বলেন, কোভিড-১৯ এর কারণে বর্তমান দশম শ্রেণীর শিক্ষার্থীরা নবম শ্রেণীতে উপযুক্ত পড়াশোনা করতে পারিনি। যার ফলে আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেকটাই পিছিয়ে পড়েছি। এদেশের শিক্ষার্থীদের একমাত্র আস্থা ও ভরসার ঠিকানা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়ে তারা বলেন, এমন পরিস্থিতিতে আসন্ন এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসের মাধ্যমে বাস্তবায়ন করা হোক। 

মানববন্ধনে এসএসসি-২০২২ ব্যাচের শাহরিয়ার আহমেদ সোহান, তানভির রহমান বিশাল, আহমেদ সাদনান, শামীম প্রমুখ বক্তব্য রাখেন। এসময় নগরীর প্রায় শতাধিক পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। 

 

 

আরপি/এসআর-০৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top