রাজশাহী বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২

৯নং ওয়ার্ডের উপনির্বাচন উপলক্ষে আরএমপির নিষেধাজ্ঞা


প্রকাশিত:
৫ অক্টোবর ২০২১ ১২:২০

আপডেট:
২৩ এপ্রিল ২০২৫ ১১:০৯

ফাইল ছবি

রাজশাহী সিটি কর্পোরেশনরে (রাসিক) ৯নং ওয়ার্ডের উপনির্বাচন উপলক্ষে নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে আরএমপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ অক্টোবর ২০২১ তারিখে রাজশাহী সিটি কর্পোরেশনের ৯নং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদের উপনির্বাচন উপলক্ষে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকার ৪টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ) ধারার অর্পিত ক্ষমতাবলে এবং The Arms Act, ১৮৭৮ এর ১৭(ক)(১) ধারা মোতাবেক সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনের ২ দিন পূর্বে অর্থাৎ ৫ অক্টোবর ২০২১ হতে নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের ৫ দিন অর্থাৎ ১২ অক্টোবর ২০২১ তারিখ পর্যন্ত রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় সকল ধরণের বৈধ অস্ত্রের লাইসেন্সধারীগণের অস্ত্রসহ চলাচল, অস্ত্র বহন বা প্রদর্শন নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য যে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক নিরাপত্তা কর্মীদের অস্ত্র এই নিষেধাজ্ঞার অর্ন্তভূক্ত হিসাবে বিবেচিত হবে না।

 

 

আরপি/এসআর-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top