রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১

রামেক আরও ৩ জনের প্রাণহানি


প্রকাশিত:
৩০ সেপ্টেম্বর ২০২১ ১৬:২৭

আপডেট:
৩০ সেপ্টেম্বর ২০২১ ১৭:০৯

ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গে দুজন মারা গেছেন।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।


তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে মারা যাওয়া তিনজনের মধ্যে রাজশাহীর একজন, নওগাঁর একজন ও নাটোরের একজন রয়েছেন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফনের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন আটজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন। হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে ১৯ জন এবং করোনা উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন ৭৪ জন। মোট ২৪০টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৯৩ জন।

রামেকের দুই ল্যাবে করোনা পরীক্ষা ও শনাক্তের বিষয়ে পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৯৪টি নমুনা পরীক্ষায় ১১ জন করোনা শনাক্ত হয়েছেন আর মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৬৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১০ জন। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৬ দশমিক ৪৫ শতাংশ।

 

আরপি / আইএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top