নগরীতে ডিবির অভিযানে তাস ও নগদ অর্থসহ ৮ জুয়াড়ি আটক

রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে তাস ও নগদ টাকাসহ ৮ জুয়াড়িকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃত আসামীরা হলো মোঃ হেলাল উদ্দিন বেলাল(৩৫), মোঃ সাবজুল (৩২), মোঃ মামুন(৩৬), মোঃ সাজ্জাদ(৪৫), মোঃ নয়ন(৩০), মোঃ তাইজুল(৪০), মোঃ হাসান(৩০) ও মোঃ আঃ রশিদ(৪৫)।
শুক্রবার দিবাগত রাত ১২.১০ টায় মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে, এসআই আব্দুর রহমান ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কাশিয়াডাঙ্গা থানার উত্তর বালিয়া এলাকা হতে জুয়া খেলা অবস্থায় ৮ জনকে আটক করে।
এ সময় আসামীদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করেন। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরপি/এসআর-২৫
আপনার মূল্যবান মতামত দিন: