রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

রাজশাহীতে ২৭০ বোতল ফেন্সিডিলসহ আটক এক


প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০২১ ২০:৫৮

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১১:৪৩

ছবি: আটককৃত আসামী

রাজশাহী নগরীতে ২৭০ বোতল ফেন্সিডিলসহ ১ ব্যক্তিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত আমির হোসেন (৩৫) জেলার চারঘাট থানার ইউসুফপুর সিপাইপাড়া গ্রামের আলম সিপাইয়ের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানতে পারে, কতিপয় চোরাকারবারী চরমাঝারদিয়াড় এলাকা হতে রাজপাড়া থানার শ্রীরামপুর পূর্বপাড়া জামে মসজিদের দক্ষিণ পাশে পদ্মা নদীর চর দিয়ে নদী পথে ভারতীয় তৈরি বাংলাদেশে আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল চোরাচালানের মাধ্যমে রাজশাহী শহরে সরবরাহ করার জন্য নিয়ে আসবে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম ঘটনাস্থলে অবস্থান নিলে রাত ১০.২৫ টায় চোরাকারবারীরা পদ্মা নদীর চরের দিক হতে ফেন্সিডিল নিয়ে আসার সময় শহর রক্ষা বাঁধের উপরে আসামী আমির হোসেনকে আটক করে। এসময় কিছু চোরাকারবারী ফেন্সিডিলের বস্তা ফেলে পালিয়ে যায় । আটককৃত আসামীর কাছ থেকে ১৫০ বোতল ও পলাতক আসামীর ফেলে যাওয়া বস্তা হতে ১২০ বোতল, মোট ২৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।

পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

 

আরপি/এসআর-১৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top